হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, কাসরে আব্বাস ইমাম বারগাহ, খালিস পুর খুলনা উক্ত মজলিসে বক্তব্য রাখেন মাওলানা সাহিদ আলী জায়দী সাহেব কিবলা।
মাওলানা সাহিদ আলী জায়দী সাহেব উক্ত মজলিসে পবিত্র কুরআন শরীফ এর সুরা আলে ইমরান এর ১৯ নং আয়াত পাঠ করেন, যেখানে বলা হয়েছে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম"""। জমিনের বুকে একমাত্র খলিফা নির্বাচন করার ক্ষমতা আল্লাহর।
এবং শেষে মাসায়েব এ মুসলিম ইবনে আকিল, হযরত রোকাইয়া এর মাসায়েব পড়েন।
আপনার কমেন্ট